মহিলার রক্তাক্ত মৃতদেহ! চাঞ্চল্য দুর্গাপুরের বসুন্ধরা পার্কে

এনবিটিভি,দুর্গাপুর: দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডের পাশেই দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে বসুন্ধরা শিশু উদ্যান রয়েছে। সেখানে বুধবার অজ্ঞাত পরিচয়ের এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল।

জানা গেছে , এদিন সকালে স্থানীয়রা ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। দফায় দফায় তদন্তে প্রাথমিকভাবে পুলিশের অনুমান মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলা হয়েছে। ঘটনাস্থলে আসেন এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।

প্রত্যক্ষদর্শী ।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই এই পার্কে ঘুরতে আসা মানুষ সহ স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Latest articles

Related articles