জৈদুল সেখ, এনবিটিভি,কান্দি : কংগ্রেসের সংগঠন মজবুত করতে কান্দির মহলন্দী জি সি হাইস্কুলে কংগ্রেসের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করা হয়। প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, কান্দি বিধানসভার প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
সকাল এগারোটার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সম্মেলন শুরু হয়। কর্মীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন অধীর চৌধুরী। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন “দিদি মোদীর হাতে কলকে খাচ্ছে, বিজেপির হাত শক্ত করতে, দিদি নতুন করে নাটক শুরু করেছে। কংগ্রেসের কুড়ি শতাংশ ভোট অথচ তাকে বাদ দিয়ে তিনি নাকি বিজেপি হটাবে! দিদির আহম্মক ছাড়া কিছুই না। ” ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ওসিকে হুমকি দেওয়ার বিষয় প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন ” রাজ্যে আইন শৃঙ্খলা বলে তো কিছুই নেই, এটা তার প্রমান। “
কান্দি বিল তেলকর নিয়ে অধীরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিল তৃণমূল। সে বিষয়ে সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন ” আমরা ক্ষমতায় নেই, রাজ্য সরকার কী করছে, তারা করছে না কেন?
এই সম্মেলনে কান্দির বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মীরা তৃণমূল পরিচালিত অঞ্চল প্রধান-মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী আবাস জোযনায় কাট-মানী নেওয়ার। তাছাড়া কংগ্রেস করার অপরাধে হুমকি থেকে শুরু করে সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে অধীর বাবু বলেন – ” প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রের একমাত্র বড়ো মাধ্যম, আপনারা সকলেই জোটবদ্ধ হোন, অন্যায়কারীরা নিজে থেকেই পালাতে পথ পাবে না। “