এনবিটিভি, নদিয়া হাঁসখালি : নদীয়ার হাঁসখালি থেকে আনুমানিক ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল হাসখালি থানা ও আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর ও হাঁসখালি থানার প্রশাসনের যৌথ উদ্যোগে এক বাড়ির উঠান থেকে আনুমানিক ১০ লক্ষ টাকার গাঁজা গাছের সন্ধান পায়। ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার অন্তর্গত মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েশপুর গ্রামে।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়ীতে দীর্ঘদিন ধরেই বাড়ির উঠানে গাঁজার চাষ করতেন। গোপন সূত্রে খবর পেয়ে আজ যৌথ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। বাড়ির উঠান থেকে গাঁজাসহ গাঁজা গাছ কেটে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর। দিনের পর দিন মাদকদ্রব্যের চোরাচালান বেড়ে চলেছে নদিয়া সীমান্ত এলাকায়। এবার গাঁজা গাছ সহ গাঁজা উদ্ধার নদিয়া সীমান্তবর্তী হাসখালি থানা এলাকায়। তবে এই অভিযানের সাফল্য হাঁসখালি থানার পুলিশ ও আবগারি দপ্তরে।