এনবিটিভি, জলঙ্গী : মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার পথের সাথীর পাশে একটি বাড়িতে আগুন ধরে আগুনে ভস্মীভূত হল। বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানী বাসিন্দারা ও জলঙ্গী থানার পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের ঘটনা স্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবার সূত্রে জানা যায় যে দিনমজুরের কাজ শেষে বাড়ি ফিরতেই বাড়ির সামনে মানুষের ভিড় দেখে দৌড়ে আসতেই দেখেন যে আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি।
ওই বাড়ির সদস্য বলেন, বাড়িতে ছিল পাঁচটি ছাগল সহ ধান , গম ও নগদ অর্থ। সবই শেষ হয়ে গেল। এই ঘটনার পরে পরিবারে সদস্য কান্নায় ভেংগে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে আগুন লাগল।