বিচিত্রা অনুষ্ঠানের চাঁদা না দেওয়ায় বেধড়ক মারধর এক লরি চালককে

এনবিটিভি ডেস্কঃ বিচিত্রা অনুষ্ঠানের চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে লাঠি দিয়ে বেধড়ক মেরে রক্তাক্ত করলো কিছু যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার মালদহের চাঁচল থানার হরিশ্চন্দ্রপুর- চাঁচল গামী ৮১ নাম্বার জাতীয় সড়কের কনুয়া লাইব্রেরি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।তবে চাঁচল থানার পুলিশ এসে পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূএে জানা যায়,কনুয়া যুব ঐক্যর নাম করে কিছু যুবক বিচিত্রা অনুষ্ঠানের জন্য চাঁদা তুলছিলো হরিশ্চন্দ্রপুর- চাঁচল গামী ৮১ নাম্বার জাতীয় সড়কের কনুয়া লাইব্রেরি এলাকায়। এদিন ওই যুবকেরা দুপুর বেলার হরিশ্চন্দ্রপুরের তুলশিহাটা দিক থেকে আসা ১৪ চাকার একটি লরিকে আটকায় এবং ড্রাইভারের কাছে চাঁদা দাবি করেন।

তবে ড্রাইভার চাঁদা না দেওয়ার কথা বলেন। ঠিক তখনই ড্রাইভারের সাথে ওই যুবকদের সাথে বচসা শুরু হয়।তারপর ক্লাবের সদস্যরা ড্রাইভারের জামার কলার ধরে গাড়ি থেকে নামিয়ে লাত,ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে বলে লরি চালকের অভিযোগ।

Latest articles

Related articles