আসানসোলে গেরুয়া শিবিরে ভাঙ্গন, তৃনমূলে যোগ দিলেন বিজেপির পুরভোটের প্রার্থী অমিত মুখার্জি

এনবিটিভি ডেস্কঃ  সোমবার আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে রয়েছেন আগামী ২২ জানুয়ারির আসানসোলের পুরভোটে ২৫নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী অমিত মুখার্জিও।

 এই বিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, “আগামী কয়েকদিনে বিজেপি ছেড়ে আরও অনেকে আসবেন তৃনমূলে। এদিন ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সিকে রেশমাও উপস্থিত ছিলেন এই যোগদান পর্বে।”

Latest articles

Related articles