এনবিটিভি, দুর্গাপুরঃ দুর্গাপুরে নাইট কারফিউ সফল করতে দুর্গাপুর শহরের বিভিন্ন রাস্তায় অভিযানে নামলো পুলিশ। সোমবার রাত্রে দুর্গাপুরে পুলিশ কমিশনার নিজেই রাস্তায় নেমে মানুষকে সচেতন করেন।
পাশাপাশি রাত্রি দশটার পর যে সমস্ত মানুষ বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করার পর কথায় অসঙ্গতি মেলায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। যারা অকারণে বাইরে ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের অনেকজনকেই আটক করা হয়েছে। আগামীদিনেও অভিযান চলবে বলে জানিয়েছেন প্রশাসন।