করোনা কালে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যে সরকারের সিধান্ত জানাতে হবে আগামীকাল দু’টোর মধ্যেঃ নির্দেশ কলকাতা হাইকোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

গঙ্গাসাগর মেলা ।
গঙ্গাসাগর মেলা ।

এনবিটিভি ডেস্কঃ কিছু দিন পূর্বে করোনা কালে গঙ্গাসাগর মেলা নিয়ে এক ব্যাক্তি জনস্বার্থ মামলা করে। এতদ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আবার ওমিক্রনে আতঙ্কিত সবমিলিয়ে করোনায় বিদ্ধস্ত রাজ্যে তথা দেশবাসী। আর এর মাঝে গঙ্গাসাগরের মতো লক্ষ মানুষের জমায়েত। বুধবার সেই মামলার শুনানি হয়। বৃহস্পতিবার রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। আগামী কাল দুপুর দু’টোর মধ্যে রাজ্যকে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যে সরকারের কি সিদ্ধান্ত আছে তা কোর্টকে জানাতে হবে।

বুধবার প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ নির্দেশ দিয়ে বলেন, “ চলতি বছরে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত তা জানাতে হবে আগামী কাল দুপুর দু’টোর মধ্যে। করোনা কালে কিভাবে নিয়ন্ত্রণ রেখা মেনে এই গঙ্গাসাগর মেলা চলবে। যেভাবে করোনা সংক্রমণের বাড়ছে সেদিকে খেয়াল রেখে তীর্থ যাত্রীদের সংখ্যা কমানো কিংবা অন্যকোনো উপায় আছে কিনা তা জানাতে হবে। নাকি এই বছর করোনার বেগতিক বৃদ্ধির জন্য গঙ্গাসাগর মেলা বাতিল করা হবে। রাজ্যের সিদ্ধান্ত আগামীকাল দু’টোর মধ্যে এডভোকেট জেনারেলের নিকট জানাতে হবে।”

আগামীকাল রাজ্যের সিদ্ধান্ত জানার পরেই কলকাতা হাইকোর্ট ঠিক করবে গঙ্গাসাগর মেলার ভবিষ্যৎ। তবে অন্যদিকে কলকাতা হাইকোর্টের মাথায় চিন্তার ভাঁজ যে, কলকাতায় একদিনে চার হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে যা করোনা কালে শেরা। এবং পজিটিভ রেট প্রায় ৩৩ শতাংশ, যা খুবই ভয়ানক সংখ্যা।

অন্যদিকে সম্প্রতি প্রায় ৪০০ জন রাজ্য হাপাতালের ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। এমনকি বেসরকারি হাসপাতাল গুলিতেও আরও বেশি ডাক্তার আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।

গঙ্গাসাগর মেলার সুরক্ষার জন্য প্রায় রাজ্যের ৫০ শতাংশ পুলিশ উপস্থিত থাকবেন মেলার দিন গুলোতে। ইতিমধ্যে অনেক পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতি।

আগামীকাল কলকাতার হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলেই। রাজ্যে সরকারের কাছে চাওয়া গঙ্গাসাগরের মেলা নিয়ে কি সিধান্ত  রয়েছে। আর সেটাই জানাতে হবে আগামীকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে। সেই সিদ্ধান্তর উপরে ভর করে রায় দেবেন কলকাতা হাইকোর্ট।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর