আইসিডিএস সেন্টারে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করায় বন্ধ করে দিল স্থানীয়রা

এনবিটিভি, সাগরপাড়াঃ   সাগরপাড়া থানার পুলপাড়া হসপিটালপাড়া ১৮৮ নং আইসিডিএস সেন্টারে নিম্ন মানের সামগ্রী দিয়ে ট্যাপ লাইন বসানোর জন্য স্থানীয় এলাকাবাসীরা কাজ বন্ধ করে দিল। সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীরা লক্ষ্ করেন রডের বদলে পাটকাঠি দিয়ে কাজ করা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা লক্ষ্য করে কাজ বন্ধ করে দেন। ঘটনার পর এলাকায় ব্যাপক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক মানুষজন এসে ঘটনাস্থলে ভিড় জমান।

স্থানীয় এলাকাবাসীরা জানান,লাল বালির বলে সাদা বালি দিয়ে কাজ করা হচ্ছিল। এছাড়াও রডের বদলে পাটকাঠি দিয়ে কাজ করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এখন স্থানীয় এলাকাবাসীরা চাইছেন, সঠিকভাবে কাজ করা হোক,তাতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। যতক্ষণ না সঠিকভাবে কাজ করা হবে ততক্ষণ কাজ করতে দেওয়া হবে না।

Latest articles

Related articles