মালদা,শেখ সাদ্দামঃ পিস্তল দেখিয়ে বারে ঢুকে লুটপাট। মদের দোকানের কাউন্টার থেকে প্রায় চার লক্ষ টাকা লুট। লুট প্রচুর মদের বোতল। লুট করে যাওয়ার সময় মদও খেয়ে যায় দূস্কৃতীরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। লুটপাটের সেই সিসিটিভি ফুটেজ আমদের কাছে। সেখানে স্পষ্ট বন্ধ বারের সামনে তাঁরা একে একে জড়ো হয়।
পরে মদের দোকানের কাউন্টারে যায় পিস্তল উঁচিয়ে ভেতরে ঢুকে লুটপাট চালায়। টাকা এবং মদের বোতল। কর্মীদের হুমকি দিতেও দেখা যায়।
বারের মালিক রাহুল প্রামানিকের অভিযোগ, তাঁরা লুটপাট করে, মদও খায়। পরে বেরিয়ে গিয়ে তিন বার গুলি ছোঁড়ে তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।