করোনা সচেতনতা বাড়াতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ মালদা জেলা তৃনমূল ছাত্র পরিষদের

এনবিটিভি, রতুয়াঃ ফের দেশ জুড়ে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ।তবুও দেশ জুড়ে সাধারন মানুষের সচেতনতার অভাব। মাস্কহীন অবস্থায় ঘুরতে দেখা যাচ্ছে রাস্তা ঘাট ও বাজারে। আর এই সচেতনতা বাড়ানোর জন্যই উদ্যোগী হল মালদা জেলার  রতুয়া ১নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ বুধবার ১নম্বর রতুয়া ব্লকের স্ট্যান্ডের সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণী কর্মসূচির আয়োজন করেন।

 ‘আপনার মাস্ক আপনার জীবন’ স্লোগান দিতে দেখা যায় উদ্যোগীদের। তারা পথচলতি মানুষ, অটো ওয়ালা, রিক্সা ওয়ালা দের মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন এবং বাইরে বেরোলে মাস্ক পড়ে বেরোনোর অনুরোধ করে। ছাত্র পরিষদের এই মহা উদ্যোগের  প্রশংসা করেছে সাধারন মানুষ।

 এইদিনের কর্ম সূচিতে উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ ছাত্র নেতা শাহিদ আখতার ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Latest articles

Related articles