পৌরনির্বাচনের আগেই সেতু নির্মাণের ঘোষণা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

এনবিটিভি, কল্যাণীঃ পূরভোটের আগেই বড়সড় ঘোষণা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা কল্যাণীর সাংসদ শান্তনু ঠাকুরের। কল্যাণীর কাছে চর যাত্রাসিদ্ধি গ্রামে সেতুর অবস্থা বেহাল দীর্ঘদিন ধরে। প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হতো এলাকাবাসীদের। সেই সমস্যার সুরাহা হতে চলেছে সেতু নির্মাণের মাধ্যমে। আজ তিনি এলাকায় এসে ভগ্নপ্রায় সেতুটি পরিদর্শন করার পর সেতু নির্মাণ করার কথা ঘোষণা করেন।

তিনি সাংবাদিকদের জানান, করোনা পরিস্হিতির জন্য কাজ হয়ে ওঠেনি। সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্প বা এমপি ল্যাড ওর কাজ আবার শুরু হয়েছে। তিনি বলেন সেতু নির্মাণ ছাড়াও রাস্তার ধারে সৌর ল্যাম্পপোস্ট বসবেন এবং অন্যান্য রাস্তা নির্মাণের কাজ করবেন। কল্যানীতে কর্মসংস্থান এর জন্য নদী তীরবর্তী অঞ্চলে জাহাজ কারখানা নির্মাণের পরিকল্পনাও আছে তার বলে জানিয়েছেন।

চর যাত্রা সিদ্ধি গ্রাম ছাড়াও গঙ্গা তীরবর্তী চর জাজিয়া, চর যদুবাটি প্রভিতি গ্রামের সংযোগকারী এই সেতুটি দীর্ঘ কাল  ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর