মালদায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে

এনবিটিভি, কালিয়াচক:  বুধবার মালদার কালীয়াচক এলাকার এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি। ডাকাতির অভিযোগ উঠলো খোদ পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী ৫২ বিঘা লেবার কমিশন এলাকার বাসিন্দা এসরাউল শেখ এর রাড়িতে চড়াও হয়ে লুটপাট চালায়।

এসরাউল এর অভিযোগ প্রায় ৩৪ ভরী সোনা সহ ২৫ লক্ষ টাকা  লুঠ করে কালিয়াচক থানার পুলিশ। টাকা গহনা লুঠ করার পাশাপাশি বাড়ির মহিলাদের গালিগালাজ সহ মারধর করে। এসরাউলের আরও অভিযোগ থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেনো এমনটা করা হল তাদের সাথে। ঘটনার পর আতঙ্কে রয়েছে এসরাউল এর পরিবারের লোকজন। পুলিশের এমন কাণ্ডে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা । পুরো ঘটনা নিয়ে অস্বস্তিতে  মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান, “এই ঘটনার প্রাথমিক তদন্তে এক এএসআই সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।”

Latest articles

Related articles