এনবিটিভি, গাজোলঃ জমি নিয়ে বিবাদের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার নয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে আজ সকালে আক্রান্তদের ৩৭ শতক জায়গা তালেব আলী দখল নিতে আসে।এরপর দখল নিতে বাধা দেওয়ায় হাঁসুলি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে ওই প্রতিবেশী।
আহত দুই ভাই আশরাফুল হোসেন ও নূর আহামেদ কে প্রথমে গাজোল প্রাথমিক হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।