কান্দি, জৈদুল সেখ, এনবিটিভিঃ কান্দি পুরন্দরপুরে ভারতীয় ষ্টেট ব্যাঙ্ক শাখার কার্যালয়ে বাইরে এটিএম মেশিন ভেঙে টাকা লুঠ এর চেষ্টা অভিযোগ উঠল। পুরন্দরপুরে এটিএম ভেঙে টাকা লুঠ এর চেষ্টা।
মুর্শিদাবাদ জেলার কান্দি পুরন্দরপুরে ভারতীয় ষ্টেট ব্যাঙ্ক শাখার কার্যালয়ে বাইরে এটিএম মেশিন ভেঙে টাকা লুঠ এর চেষ্টা অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক খুলতেই নজরে আসে ব্যাঙ্ক কর্মীদের। পরে কান্দি থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে সমগ্র ঘটনার তদন্ত শুরু করে। যদিও টাকা লুঠ করতে পারেনি বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।
ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ । সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।