উত্তর দিনাজপুর, এনবিটিভিঃ হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ভাটোলে জামিয়াতুল আনসার লিল বানাত এর শ্রেণিকক্ষ ভবনের শুভ উদ্বোধন করলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভাটোল আল-আনসার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং আল-আনসার ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত জামিয়াতুল আনসার লিল বানাত এর শ্রেণীকক্ষ ভবনের শুভ উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ্। দীর্ঘ সময় ধরে লকডাউন থাকলেও হিউমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো – অর্ডিনেটর মাসুদ আলম সাহেবের আন্তরিক প্রচেষ্টায় শ্রেণিকক্ষ ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে।
উত্তর দিনাজপুর জেলাসহ বিভিন্ন দূরবর্তী জেলার ছাত্রীরা এই শ্রেণীকক্ষ ভবন নির্মিত হওয়ার ফলে বিশেষভাবে উপকৃত হবেন। ২০১৬ সাল থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠান পথচলা শুরু করে। মাওলানা জইনুদ্দীন কাসেমী সাহেবের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যেই আবাসিকভাবে ছাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা সহ মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। ছাত্রীদের আধুনিক শিক্ষাদানের উদ্দেশ্যে কম্পিউটার ক্লাস রুম তৈরি করে শিক্ষাদানের ব্যবস্থাও করা হয়েছে। মাদ্রাসার পাশাপাশি ভাটোল আল আমীন মিশন নামে ইসলামী ও আধুনিক শিক্ষার সংমিশ্রণে শিক্ষাদানের উদ্দেশ্যে শিশু বিভাগেরও সূচনা করা হয় আজকে।
উল্লেখ্য জামিয়াতুল আনসার লিল বানাত প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ইয়াতীম ছাত্রীরা পড়াশুনা করে।ভবনের উদ্বোধন এর পাশাপাশি একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে এলাকার বিশিষ্ট লোকদের সঙ্গে গেট টুগেদার প্রোগ্রামও করা হয়।
এই মহতি প্রোগামে আরো উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সেক্রেটারি হালকা মসিউর রহমান সাহেব, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো – অর্ডিনেটর মাসুদ আলম সাহেব, জামাআতে ইসলামী হিন্দের উত্তর দিনাজপুর জেলার জেলা নাজিম জনাব জালাল উদ্দিন আহমেদ সাহেব, সহকারী জেলা নাজিম আব্দুল মালেক সাহেব, এস. আই.ওর উত্তরবঙ্গ সম্প্রসারণ সেক্রেটারি রফিকুল ইসলাম সাহেব, ইটাহার আল-আমিন মিশনের কর্ণধার শেখ রাজ্জাক সাহেব, ভাটোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ইউসুফ আলী সাহেব, ভাটোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেজাউল করিম চৌধুরী সাহেব, এলাকার বিশিষ্ট চিকিৎসক আব্দুল খালেক সাহেব প্রমুখ।