সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: কর্মরত অবস্থায় বেধড়ক মার খেল সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ উঠেছে কয়েকজন মাতাল যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো শান্তিপুর থানার বেলডাঙ্গা মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক ডিউটিতে ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। বুধবার বিকেলে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। ট্রাফিক নিয়ম মেনে টোটো থামালে ওই সিভিক ভলেন্টিয়ার এর সাথে বচসা শুরু করে ওই মদ্যপ যুবকেরা।
তখনকার মতো ওই যুবকেরা সেই জায়গা থেকে চলে গেলেও ২০ মিনিট পর দলবল নিয়ে ফিরে আসে। এরপর গালিগালাজসহ বেধড়ক মারতে থাকে ওই সিভিক ভলেন্টিয়ারকে। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবকেরা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে পাঠায়।
সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক ভলেন্টিয়ার। তার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।