ডায়মন্ড হারবার, এনবিটিভিঃ জমি নিয়ে বিবাদের জেরে বোমাবাজিতে আহত ২ জন ঘটনাটি ঘটে নেতড়া পঞ্চায়েতের মালঞ্চ গ্রামে আহত রুমা উদ্দিন পুরকাইত ও সাফিয়া বিবি। তাদের নিয়ে যাওয়া হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
জমি নিয়ে বিবাদের জেরে সকালে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়, বসচা হতে হতে বাড়ি থেকে বোম এনে বোমাবাজি শুরু করে বোমের আঘাতে গুরুত্বর আহত হয় রুমা উদ্দিন পুরকাইত ও সাফিয়া বিবি এমনটাই অভিযোগ স্থানীয়দের এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে জালাল সেখ, মকিদুল পুরকাইত ও নাজবুল পুরকাইতের বিরুদ্ধে।
যাদের বিরুদ্ধে এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে তাদের পরিবারের লোকজন অভিযোগ অশিকার করে।