এনবিটিভি ডেস্কঃ দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমবিদ্বেষী হিজাব বিরোধী আন্দোলন দেখা যাচ্ছে। সম্প্রতি কর্ণাটকে হিজাব পড়ে কলেজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উগ্রহিন্দুত্ববাদীরা গেরুয়া শিবির গড়ে তলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই। এদিকে পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের কারাইক্কাল এলাকায় নবম শ্রেণীর এক মুসলিম মেয়েকে ক্লাসরুমে হিজাব খুলে ফেলতে বলে স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় ধুন্দুমার পুদুচেরি।
পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়কেরা রাজ্য সরকারকে মুসলিম মেয়েদের হিজাব পরা সংক্রান্ত সমস্যা বৃদ্ধি রোধ করতে কঠোর পদক্ষেপ নিতে চান। বুধবার বিধায়কদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রাঙ্গাসামির সাথে দেখা করেন। আরিয়ানকুপ্পামের নবম শ্রেণীর এক মুসলিম মেয়েকে ক্লাসরুমে হিজাব খুলে ফেলতে বলা স্কুলের প্রধান শিক্ষকের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করেন বিধায়ক প্রতিনিধি দল।
বিধায়করা মুখ্যমন্ত্রীকে আরও জানান যে, “সংবিধান যে কোনও ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে এবং অন্যের বিশ্বাসে হস্তক্ষেপ না করার বাধ্যবাধকতা দিয়েছে। সেখানে নবম শ্রেণীর মুসলিম বাচ্চাকে হিজাব খুলে ফেলার নির্দেশ দেওয়ার অধিকার কারোর নাই। সকলের উর্ধেই ভারতের সংবিধান।”
স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) বুধবার পুদুচেরির হিজাব ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে। এসএফআই রাজ্যে সভাপতি সিএস স্বামীনাথন বলেছেন যে, “ছাত্র সংগঠনটি পুদুচেরির শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে দেবে না।”