ভারতীয়! চাকরি করেন গুগলের সর্বোচ্চ পদে,জানেন এই ভারতীয় কে?

সাহি আকতার, এনবিটিভি ডেস্ক: নাম সুন্দর পিচায়, চাকরি করেন গুগলের CEO পদে। আজ পৃথিবী জুড়ে নাম তার। চলুন জেনে নেওয়া যাক সুন্দর পিচায় এর সমন্ধে খুঁটিনাটি তথ্য। 

আসল নাম পিচায় সুন্দররঞ্জন, জন্ম তামিলনাড়ু র চেন্নাই এর এক মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার আর মা স্টেনোগ্রাফার। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। স্কুল জীবন শেষ করেন চেন্নাই তে এরপর আইআইটি পরীক্ষায় পাস করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান খড়গপুর আইআইটি তে। সেখান থেকে মেটালুরজিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে স্নাতকোত্তর পড়তে চলে যান আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ২০০৪ সালে যোগদান করেন গুগলে। গুগলের সাফল্য ও উন্নতিতে নিজেকে নিযুক্ত করেন পুরোপুরিভাবে। অ্যাপ হিসাবে লঞ্চ করেন গুগল ক্রমের। নিয়ে অসেন গুগল ম্যাপকেও ও আরও উন্নয়ন করেন ‘জিমেল’ এর। অ্যান্ড্রয়েডের সাথে যুক্ত করেন গুগল কে। গুগলের সফলতাকে শিখরে নিয়ে যান। 

এরপর ২০১৫ সালে গুগলে নিযুক্ত হন ‘CEO’ হিসাবে। CEO হিসাবে বছরে আয় করেন ৬০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০০ কোটি টাকা। ভারতীয় হয়ে পৌঁছেছেন সাফল্যের চরম সীমায় আজ তিনি নতুন প্রজন্মের কাছে অন্যতম আইকন। তার এই সাফল্যের জন্য বর্তমানে ভরত সরকার ভূষিত করেছেন  ‘ পদ্মভূষন ‘ সম্মানেও।

Latest articles

Related articles