গোলাম হাবিব, মালদা: স্কুলের গণ্ডি ত্যাগ করে সংসারের হাল ধরতে পরিচারিকার কাজ করছেন মালদহের বামনগোলা পঞ্চায়েতের সালালপুরের বছর তেরোর কিশোরি প্রতিমা বর্মন। দীর্ঘ কয়েক মাস ধরে ভুগছেন রক্তশূন্যতায়।অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যে কাজে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বছর খানেক আগেই মৃত্যু হয় কিশোরীর বাবার। মাও অসুস্থ তাই পরিবারের হাল ধরতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন প্রতিমা বর্মন। কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরেই রক্ত শূন্যতায় ভুগছে এই কিশোরী ।অর্থের অভাবে চিতকিৎসা করাতে পারছেন না।প্রতিমা জানায়,তার চিকিৎসার জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পরেও মিলেনি কোনো সাহায্য।চিকিৎসার জন্য কাতর আবেদন জানাচ্ছেন মা সাবলি বর্মন।
পাকুয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান …. বলেন, “পরিবারটির কথা জানি। আমি নিজে এর আগে আর্থিক সাহায্য করেছি। ব্লক প্রশাসনের কাছে পরিবারটির কথা জানাবো”।