আসানসোল, এনবিটিভি ডেস্ক: আসানসোলের কুলটিথানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত রামপুর চেকপোষ্টে এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই নয়টি কন্টেনার ট্রাক।
শুক্রবার সকালে এমভিআই দপ্তরের অভিযানে জাতীয় সড়ক থেকে বড়ো কন্টেনার নয়টি ট্রাক গরু ভর্তি আটক করে।যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ট্রাকটিতে থাকা লোকেরা ছবি তুলতে বাধা দেন। তবে অনুমান করা হচ্ছে এই কন্টেনার ট্রাকের দরজা বন্ধ করে গরুগুলোকে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। যদিও ট্রাকে থাকা এক ব্যক্তি বলেন যে তিনি গরু কেনার ব্যাপারী করেন। তখন তাকে প্রশ্ন করা হয়, “কন্টেনার ট্রাকের ভেতরে কেনো এতো পরিমান গরু যাচ্ছিলো”? এর উত্তরে ঐ ব্যক্তি বলেন তিনি আসানসোলের বাসিন্দা এবং এই গরুগুলো নরায়ণপুর থেকে আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে।