মালদা, এনবিটিভি ডেস্ক:কালভার্টের নিচ থেকে সদ্যোজাত এক শিশু কন্যা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকারই এক ফেরিওয়ালা ভালুকা থেকে পেমাই যাওয়ার পথে এক কালভার্টের নিচে এক কন্যা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়।কালভার্টের নিচে গিয়ে দেখে সদ্যজাত কন্যা শিশুটি ব্রিজের তলায় পড়ে রয়েছে।সে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ আধিকারিকদের উদ্যোগে শিশুটিকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্য-কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে খবর।
কে বা কারা ওই শিশুটিকে ফেলে গিয়েছে তা জানা যায়নি। তাই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে ভালুকা ফাঁড়ির পুলিশ।