আরিয়ান খানের বিরুদ্ধে ড্রাগ পাচারের কোনও প্রমাণ নেই: NCB  

এনবিটিভি ডেস্কঃ  অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আন্তর্জাতিক মাদক ষড়যন্ত্রের সাথে যুক্ত করার কোনও প্রমাণ নেই বলে জানায় কোর্ট। সূত্রে আরও জানায়, আরিয়ান খান যে আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের অংশ ছিলেন তার প্রমাণ করার কোনো সঠিক তথ্য নেই। তবে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তারা শুধু  জানান যে, গোয়াগামী কর্ডেলিয়া ইয়্যাটে চালানো অভিযানে কিছু অনিয়ম হয়েছে। যদিও বিষয়টি এখনও SIT খতিয়ে দেখছে।

উল্লেখ্য, আরিয়ান খান ও তার কয়েকজন সঙ্গীকে মাদক ষড়যন্ত্র ও মাদক সেবনের অভিযোগে ৩ অক্টোবর এনসিবি দল শাহরুখ খানের পুত্র গ্রেপ্তার করা হয়। প্রশাসনের জিজ্ঞাসাবাদের পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। তার প্রথম জামিন ট্রায়াল কোর্ট খারিজ করে দেয়। পরে তার কৌঁসুলির মাধ্যমে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরেই তাকে ২৮ অক্টোবর জামিন দেয়। আইনি প্রক্রিয়ার কারণে ৩০ অক্টোবর তাকে জেল থেকে মুক্ত করা হয়।

এখনও পর্যন্ত এনসিবি দুই নাইজেরিয়ান নাগরিক সহ ২০ জনকে গ্রেপ্তার করে রেখেছেন। এনসিবি-র এসআইটি এই বিষয়ে একটি চার্জশিট দাখিল করবে এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চালানোর জন্য সহায়তা করার আহ্বান জানায়।

Latest articles

Related articles