রাশিয়ার হামলায় দুই ইউক্রেন ফুটবলার নিহত

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অসংখ্য স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। অবশ্য ইউক্রেনীয়রাও প্রতিরোধ-যুদ্ধ শুরু করেছেন।ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সাধারণ মানুষও দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছে। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ ফুটবলার নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের বায়াথলন ফেডারেশনও এক টুইট বার্তায় তাদের এক অ্যাথলেটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে যুদ্ধে মারা গেছেন। আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।

Latest articles

Related articles