সুরজিৎ দাস, নদীয়া: রাজ্যে মিটেছে পৌর ভোট। আর রাজ্য জুড়ে উড়েছে সবুজ আবির। ব্যতিক্রম হয়নি নদীয়ার নবদ্বীপ পৌরসভাতেও। তাই আজ নবদ্বীপ পৌর সভায় সাড়ম্বরে পালিত হল শপথ গ্রহন অনুষ্ঠান।
ফের নবদ্বীপ পৌরসভায় পৌর পিতা হিসেবে শপথ গ্রহণ করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল মনোনীত প্রার্থী বিমান কৃষ্ণ সাহা। বৃহস্পতিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ পৌরসভা ভবন সংলগ্ন রবীন্দ্র সংস্কৃতিক মঞ্চে নবদ্বীপ বিধানসভার পঞ্চম বারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবনির্বাচিত 24 টি ওয়ার্ডের সকল কাউন্সিলরদের উপস্থিতিতে পুনরায় নবদ্বীপ পৌরসভার পৌরপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন বিমান বাবু।
পাশাপাশি এই দিন শপথ গ্রহণ করেন পৌরসভার 24 টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরেরা। 24 টি ওয়ার্ডের মধ্যেই তৃণমূল 24 টিতেই জয়লাভ করে। নবনির্বাচিত পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে সম্পূর্ণ বিরোধীশূন্য পৌর বোর্ড গঠন করল নবদ্বীপ পৌরসভা।