আসানসোল উপনির্বাচনের বিজেপির প্রার্থী বিধায়িকা অগ্নিমিত্রা পল

উজ্জ্বল দাস, বর্ধমান: আস্থা নেই নতুনে, তাই ফের 

আসানসোল উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা হল আসানসোলেই বিধায়িকা অগ্নিমিত্রা পল এর। আর এই অগ্নিমিত্রা পল এর বিপরীতে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম। 

জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত বিধায়িকা  অগ্নিমিত্রা পল।আসানসোল উপনির্বাচনে প্রার্থী করার জন্য  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং দিলীপ ঘোষকে ধন্যবাদ জানায় প্রার্থী। 

বিজেপি নতুন মুখকে প্রার্থী না করে একজন বিধায়কের প্রার্থী করায় তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা করা হয়। তবে সমালোচনাকে উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন,” আমি জয়ের ব্যাপারে আশাবাদী, নরেন্দ্র মোদির আশীর্বাদ আমার কাছে আছে আমার জয় কেউ রুখতে পারবে না”।

Latest articles

Related articles