ফটিকছড়িতে বিক্রি হচ্ছে মানুষখেঁকো নিষিদ্ধ পিরানহা মাছ:

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি(ফটিকছড়ি)

ভ্রাম্যমাণ মাছ বিক্রেতারা সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে রুপচাঁদা মাছের বড় জাত হুক চাঁদা বলে চালিয়ে দিচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। বিক্রেতা লোকমান বলেন, তার কোন দোষ নেই, সে নাজিরহাট বাজার থেকে পাইকারি ব্যাবসায়ীদের কাছ থেকে এই মাছ কিনে আনে। সে আরো জানায় ফটিকছড়ির ইউনিয়নে আজকেও শতশত ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা এই মাছ বিক্রয় করছে…

দেখতে বড় রুপচাঁদা মাছের মতো লাগলেও এই মাছের পশুদের মতো দাঁত রয়েছে। সুতরাং মাছ কেনার সময় সবাই দেখে নেবেন। এবং এই মাছ সম্পর্কে পিরানহা মাছ লিখে ইউটিউব বা গুগলে সার্চ করে দেখুন…।

Latest articles

Related articles