এনবিটিভি ডেস্ক: রেহাই নেই। সোমবারও বাড়ানো হল পেট্রোল, ডিজেলের দাম। টানা ১৬ দিন বাড়ল তেলের দাম। পেট্রোলের দাম ১৬ দিনে বাড়ল ৮ টাকা ৩ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ৪৬ পয়সা। পেট্রোলের দাম বাড়ল লিটারে ৩৩ পয়সা, ডিজেল ৫৮ পয়সা। ৭ জুন থেকে প্রতিদিনই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।
৮২ দিন দাম বাড়ানো বন্ধ থাকার পর এখন ফের শুরু হয়েছে দৈনন্দিন দর সংশোধনের কাজ। ২০০২ সাল তেলের দামবৃদ্ধির বিষয়টি বেসরকারীকরণ হওয়ার পর এটাই এক পক্ষকালে সবথেকে বেশি দরবৃদ্ধি।
এর আগে ১৫ দিনে বড়জোর ৪ থেকে ৫ টাকা দাম বেড়েছে। দিল্লিতে পেট্রোল ৭৯ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৯ টাকা ৫৬ পয়সা। ডিজেল লিটারে লিটারে ৭৮ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে হল ৭৮ টাকা ৫৫ পয়সা।