সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তার। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসীন্দ গোপাল বিশ্বাস এর বাড়িতে সাতসকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনাটি ঘটে।গোপাল বিশ্বাস জানান সকালবেলায় তার মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাসে আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারটি উঠোনে ফেলে দুটি লেপ চাপা দেয়ার সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে এলাকার মানুষ সহযোগিতায় গ্যাস সিলিন্ডার টি মাটি চাপা দিয়ে দেওয়া হয় ।
মাটি চাপা দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে শান্তিপুর দোমকলে ফোন করেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। একটি ইঞ্জিন এর সহায়তায় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রাণঘাতী না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যার কারনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি আতঙ্কে রয়েছে গোটা পরিবার।