সকাল থেকে গোটা নদীয়া জেলা জুড়ে ঝোড়ো হওয়া সাথে ভারী বৃষ্টি, চরম সমস্যায় হাজার হাজার ধান চাষীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

অশনির প্রভাব গোটা নদীয়া জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ছায়া, বেলা একটু বেড়ে যাওয়ার সাথে সাথে নদীয়া জেলা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া, পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার শুরু হয় অতি ভারী বৃষ্টিপাত, শুধু ভারী বৃষ্টিপাত নয়, সাথে বজ্রবিদ্যুৎ। গতকালকেও গোটা নদীয়া জেলা জুড়ে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষীদের। একাধিক ধান চাষের জমিতে জল জমে যাওয়ার কারণে কৃষকরা সেই ধান কেটে জমির পাশে ঝেড়ে ফেলার ব্যবস্থা করে। মঙ্গলবারও একইভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবারো ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে ধান চাষীরা এমনটাই ইঙ্গিত চাষীদের। অশনির সংকেত পাওয়ার পর থেকেই আগেভাগে খুব অল্প সংখ্যক কৃষক তাদের ফসল কেটে ঘরে তুলে ফেলেছেন, কিন্তু এখনো অনেক চাষের জমিতে অনেক কাঁচা সবজি থেকে শুরু করে ধান রয়ে গেছে। মঙ্গলবারও যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষীদের। চাষীদের দাবি এই বৃষ্টিপাত হওয়ার ফলে জমিতে ধানে কল হয় যেতে পারে। যেহেতু ঝড় হওয়ার ফলে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে সেই কারণে ক্ষতির সম্ভাবনা আরও বেশি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর