বেড়েছে করোনা সংক্রমণ। তার মধ্যেই গোটা রাজ্যে চালু হল করোনার বুস্টার ডোজ। গত শুক্রবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যেই চালু হল করোনার বুস্টার ডোজ।এমনকি সকাল সকাল থেকেই কলকাতায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরে যায় লম্বা লাইন।পুরসভা সূত্রে খবর,কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিলিয়ে বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৯ থেকে ১০ হাজার জন। তবে কয়েকদিন আগেও দৃশ্যটা একটু আলাদা ছিল। দিন কয়েক আগে, করোনার বুস্টার ডোজ নেওয়া নিয়ে রাজ্যবাসীর মধ্যে যে অনীহা লক্ষ্য করা যাচ্ছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য দফতর।এমনকি নেওয়ার লোক না থাকায়, এ রাজ্য থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিনের ডোজ চলে গিয়েছিল অন্যত্র।বিনামূল্যে বুস্টার ডোজ জন্য রেজিস্টার করবেন কীভাবে ? জেনে নিন বিস্তারিতডোজ এর জন্য রেজিসট্রেশন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যেতে পারে। কিন্তু যারা এর মাধ্যমে স্লট বুক করতে পারবেন না, তাদের জন্য ওয়াক-ইন সুবিধাও রয়েছে বলে জানা গেছে, এবং তৃতীয় ডোজের জন্য যোগ্য ব্যক্তিরা বুস্টার ডোজের জন্য CoWIN পোর্টালের মাধ্যমে নিজেদের নাম রেজিষ্টার করার চেষ্টা করতে পারেন।সেখানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তারজন্য CoWIN ওয়েবসাইটে গিয়ে , গাইডলাইনস গুলো প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। তারপর প্রত্যেককে আগের টিকা দেওয়ার চূড়ান্ত শংসাপত্র সঙ্গে রাখতে হবে। আগের ডোজের জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, বুস্টার ডোজের জন্য সেই একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।ফ্রী ডোজ পেতে গেলে সরকারি সংস্থা গুলিতে রেজিস্ট্রেশন করে পাওয়া গেলেও, বেসরকারি সংস্থা গুলিতে নির্দিষ্ট মূল্য দিয়েই ভ্যাকসিন নিতে হবে।