এনবিটিভি ওয়েব ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে আগুন লাগিয়ে দেয় মানবজাতির শত্রু কিছু দুষ্কৃতী। রবিবার ১৭ জুলাই সকাল বেলা ক্ষতিগ্রস্ত দের বাড়ি ঘর পরিদর্শন করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ঘর বাড়ি পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন,মুসলমান নাম থাকলেও কেউ মুসলমান হয়না।এমনকি মুসলমান নাম থাকলেই সে আল্লাহর বান্দা হয়না।
মুসলমান যদি সজ্জন মুসলমান না হয়, তবে সে মানুষের অধম।কোনও সজ্জন মুসলমান কোনও নিরীহ মানুষের ক্ষতি করতে পারেন না। কারোর ঘর বাড়ি ধর্মস্থান জ্বালিয়ে দিতে পারে না।অশান্তি ইসলাম অনুমোদন দেয় না।
ইসলাম শান্তির প্রতীক।এগুলো মানুষ রুপী কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ গুলো করে।এই গুলো ইসলামের বিধান বিরোধী।
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন যে, শুধু সংখ্যালঘু নামের কারণে দরিদ্র মানুষের ওপর যে ভাবে অন্যায় অবিচার চলছে আমাদের সকলকে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের স্বপ্নই ছিল অসাম্প্রদায়িক।
এ হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে পোস্ট করা এক পোস্টকে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা চালায় কিছু দুষ্কৃতী।এমনকি পুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু ঘর – বাড়ি।
সেই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে রবিবার সকাল সকাল ক্ষতিগ্রস্ত দের বাড়ি ঘর পরিদর্শনে বের হন বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।