ফ্রিজ থেকে উদ্ধার বছর ৫০- এর এক ব্যক্তির মৃতদেহ

ফ্রিজ থেকে উদ্ধার মরদেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায়। মূলত রেফ্রিজারেটর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেই খবর।
উল্লেখ্য, মৃত ব্যক্তির নাম জাকির। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। ইতিমধ্যেই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পরিবারের বাকি সদস্যরা আলাদা থাকতেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে বা তার মৃত্যু হলো কিভাবে তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যেই সন্দেহভাজনদের তালিকা তৈরি করে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ব্যক্তির এক আত্মীয় পুলিশকে ফোন করে বিষয়টি জানান।


প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। সে কারণে বাধ্য হয়ে তিনি ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান। গৌতমপুরীর ওই বাড়িতে পৌঁছে তিনি ওই ব্যক্তির মৃত দেহ রেফ্রিজারেটরের মধ্যে দেখতে পান। এর পরই পুরো ঘটনা পুলিশকে সবিস্তারে জানান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেফ্রিজারেটর থেকে উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

Latest articles

Related articles