মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান,মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনার শিকার ভারতীয় যুদ্ধবিমান।মাঝ আকাশেই ভেঙে পড়ল যুদ্ধবিমান।উল্লেখ্য, এদিন রাজস্থানের বারমেঢ়ে এই যুদ্ধবিমান আচমকা ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ঘটনাস্থলে দেখা গিয়েছে শুধুই অগ্নিস্ফৎুলিঙ্গ। চারিদিকে শুধুই আগুনের ছবি উঠে এসেছে।

সূত্রের খবর, জানা গিয়েছে বিমানের দুই চালকের অবস্থা নিয়ে স্বভাবতই উদ্বেগের প্রহর শুরু হয়েছে।
তবে মিগের দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে এই বিষয়ে বায়ুসেনার তরফে নিশ্চিত কোনো তথ্য এখনও জানা যায়নি।

তথ্যের জন্য অপেক্ষায় প্রহর গোনার পালা শুরু করেছে নেট নাগরিকরা।

স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, ‘ভিমরার বাইতুতে একটি মিগ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।’জানা গিয়েছে, রাজস্থানের বাড়মেঢ়ের ভিমরা গ্রামে এই ঘটনা ঘটে গিয়েছে।

সাধারণত, ওই মিগ বিমান রাতের আকাশে বিশেষ ট্রেনিং এ চলছিল। আপাতত ভারতীয় বায়ুসেনার তরফে গোটা ঘটনার নিশ্চিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় রাজস্থান প্রশাসনের কর্তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই পাইলটের দেহ একেবারে ছিন্ন বিছিন্ন হয়ে গিয়েছে।

Latest articles

Related articles