নিষিদ্ধ সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট এর ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্টের নেতা আমির হামজাকে গ্রেফতার করল আসাম পুলিশ। আসাম পুলিশের দাবী তারা আমির হামজার বাড়িতে তল্লাশি চালিয়ে বিতর্কিত সিটিজেনশিপ আইন নিয়ে আপত্তিজনক পোস্টার পেয়েছে। RSS-BJP এর বিরুদ্ধেও পোস্টার মিলেছে আমির হামজার বাড়ি থেকে।
বছর ২৭ এর আমির হামজা আসামের বাকশা জেলার বাসিন্দা। আমির হামজাকে আসাম পুলিশ ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার করে ব্যাঙ্গালোরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে আদালত তিনদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।
আমির হামজাকে আজ সোমবার গুয়াহাটি আদালতে তোলার কথা।
পপুলার ফ্রন্ট এর সাথে যুক্ত থাকার অভিযোগে আসাম থেকে প্রায় ৪০ জনকে কালাকানুন UAPA আইনে গ্রেফতার করা হয়েছে। পপুলার ফ্রন্টকে গত সেপ্টেম্বর মাসে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত প্রায় ২০০ এর অধিক লোককে পপুলার ফ্রন্ট এর সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।