ভারতবর্ষের বিভিন্ন গণসংগঠন মিলিতভাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশব্যাপী জেলায় জেলায় ৭৫ বছর স্বাধীনতা বর্ষপুর্তি হিসেবে ৭৫ কিলোমিটার পদযাত্রা করছে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে, নফরত ছোড়ো সংবিধান বাঁচাও অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে এই যাত্রা চলছে। পশ্চিমবঙ্গে এই কর্মসূচিকে সামনে রেখে আজ ৬ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় কলকাতার হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার মূল উদ্দেশ্য বিদ্বেষ; হিংসা; ঘৃণা; থেকে মানুষকে মুক্ত করা। তার সঙ্গে দুর্নীতি; বেকারত্ব; মূল্যবৃদ্ধি, অগণতান্ত্রিকতা, ভীতি, দলিত, আদিবাসী, মহিলা ও সংখ্যালঘুদের নির্যাতন; সিএএ, এনআরসি,এম পি আর, শ্রমিক, কৃষক, বিরোধী আইন, মানবাধিকার হরণ; পরিবেশ ধ্বংস; বন্দী মুক্তি; বুলডোজার রাজ; রাজ্যে রাজ্যে পুলিশি নির্যাতন ও সাংবিধানিক সংস্থায় হস্তক্ষেপ এর বিরুদ্ধে এই পদযাত্রা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এদিনের এই পরদযাত্রায় অংশগ্রহন করেন সমাজকর্মী মেধা পাটকর, পাসারুল আলম, অধ্যাপক সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী ছোটোন দাস, আইনজীবী আনিসুর রহমান, সমাজকর্মী মাওলানা আনোয়ার হোসেন কাসেমি, কামরুজ্জামান প্রমুখ।
এদিনের এই পথসভা হাজরা মোড় থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়। এদিনের এই পথসভায় কয়েকশো সাধারণ মানুষ অংশ্রগ্রহন করেন।
