শাহরুখ খানের পাঠান সিনেমার প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই কিছু ধর্ম ব্যবসায়ীর আক্রমণের শিকার শাহরুখ খান। পাঠান সিনেমার গান বেশরম রঙ গত ১২ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায়, সেই গানে লাস্যময়ী দীপিকা পাডুকোন বিভিন্ন রঙের বিকিনি পরেন, সেই বিকিনির একটি ছিল গেরুয়া রঙের, সেইজন্যই শাহরুখ এর উপরে হামলে পড়ে কিছু ধর্ম ব্যবসায়ী।
কিন্তু এত সমালোচনার, হুমকির মাঝেও পাঠান সিনেমার প্রথম গান ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব মিলিয়ে ১৫ কোটিরও বেশি দেখা হয়েছে। এছাড়াও ইউটিউবে ট্রেন্ডীংইয়ে প্রথম নাম্বারে রয়েছে বেশরম গানটী।
শীতের মাঝে উষ্ণতা ছড়াতে মুক্তি পেয়েছে পাঠান সিনেমার দ্বিতীয় গান ঝুমে জো। এই গান মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গড়েছে নতুন রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঝুমে জো ৩০ মিলিয়নেরও বেশি অর্থাৎ 3 কোটিরও বেশিবার দেখা হয়েছে।
১২ ডিসেম্বর মুক্তি পাওয়া পাঠান সিনেমার প্রথম গান বেশরম রঙ ইউটিউবে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি এবং ফেসবুকে ৩৫ মিলিয়ন প্রথাত সাড়ে তিন কোটি এবং বেশরম এর তেলেগু, তামিল, মালয়ালম ডাবিং মিলিয়ে ১৫ কোটির বেশি ভিউ পেয়েছে।
গত কাল মুক্তি পাওয়া ঝুমে জো যেভাব এগোচ্ছে তাতে প্রথম গানের রেকর্ড যে খুব শ্রীঘ্রই ভেঙ্গে দেবে সেটা বলার অপেক্ষা রাখে না।
দেশের একাংশ যখন শাহরুখ খানের বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালিয়ে যাচ্ছে তখনও শাহরুখ খানের ক্রেজে ভাটা পড়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
শাহরুখ খানের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অনুস্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত জিরো সিনেমার প্রায় 5 বছর পরে মুক্তি পেতে চলেছে পাঠান। পাঠান মুক্তি পাবে নতুন বছরের ২৫ জানুয়ারি। পাঠান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডূকোন এবং জন আব্রাহাম অভিনয় করেছেন।