এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভোট পরবর্তী ভাঙড়ের কাঁটাডাঙা, কাঁঠালিয়া পূর্ব, কাঁঠালিয়া পশ্চিম এলাকা প্রায় পুরুষশূন্য। বহু বাসিন্দাই নিখোঁজ। তাঁরা আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না বলেই দাবি। এখনও নিখোঁজ আইএসএফের জেলাপরিষদ প্রার্থী জাহানারা খাতুন। কোথায় রয়েছেন জাহানারা, তা জানেন না কেউ।
আইএসএফের দাবি, প্রশাসনের পরোক্ষ হুমকিতে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। যদিও ঘাসফুল শিবির সেই দাবি অস্বীকার করেছে। পালটা সিপিএম এবং আইএসএফের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় তিন কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।