এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে গেলে লাগবে না আদালতের অনুমতি’ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায়।
বুধবার কলকাতা হাই কোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলাকারী আইনজীবী সুমন সিংয়ের অভিযোগ, হিংসার পিছনে শুভেন্দু প্ররোচনা দিয়েছেন। একাধিক রাজনৈতিক সভায় বিজেপি বিধায়কের মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ, নথি তুলে ধরেন মামলাকারী।
এই মামলাতেই বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের নির্দেশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে গেলে লাগবে না আদালতের অনুমতি। তবে অভিযোগ খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র বিরোধী দলনেতাকে হেনস্তা করার জন্য যেন এফআইআর না হয়, তাই সচেতনভাবে অভিযোগ খতিয়ে দেখতে হবে পুলিশকে। অভিযোগের সত্যতা থাকলে FIR করতে কোনও সমস্যা নেই। ওই অভিযোগ খতিয়ে দেখে পুলিশ রিপোর্ট তৈরী করে ডিজিকে পাঠাবে। সেই রিপোর্ট দেখে আদালতে জমা দিতে হবে ডিজিকে। যদি আদালত অনুমতি দেয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা যাবে।