এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে বিজেপি নেতাদের, এমনকী বিরোধী দলনেতারও প্রাণ সংশয় হতে পারে, সেই আশঙ্কায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি, তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি বিপজ্জনক। এতে বিজেপি নেতাদের প্রাণ সংশয় হতে পারে। এমনকী, শুভেন্দুর নিজেরও প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বিরোধী দলনেতার মতে, শাসকদলের এই কর্মসূচির জেরে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। মুখ্যমন্ত্রী ও অভিষেকের কর্মসূচি ঘোষণার পর থেকে বিজেপি নেতা-কর্মীরা নিরাপত্তার অভাবে ভুগছেন বলে দাবি তাঁর। এর প্রেক্ষিতে দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের দাবি করেছেন শুভেন্দু অধিকারী।