১০ই আগস্ট অনাস্থা প্রস্তাব নিয়ে অবশেষে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ১০ই আগস্ট অনাস্থা প্রস্তাব নিয়ে অবশেষে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ৮ ও ৯ তারিখ আলোচনা হবে অনাস্থা প্রস্তাব নিয়ে। ১০ আগস্ট জবাব দেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিরোধী সাংসদরা দাবি করেন, মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে কবে আলোচনা হবে তা নিয়ে নির্দিষ্ট একটি তারিখ জানান স্পিকার। শেষ পর্যন্ত কমিটির বৈঠক থেকে ওয়াকআউটও করেন বিরোধীরা। পরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য করেছে কেন্দ্র।

Latest articles

Related articles