অযোধ্যায় রাম লালা মূর্তি উন্মোচন, বর্জন করলেন বিরোধীরা

উত্তরপ্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় অর্ধ-নির্মিত রাম মন্দিরে রাম লালা মূর্তি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অভিষেক অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত ছাড়াও  ক্রীড়া এবং চলচ্চিত্র শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিরা।
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সরকারি অফিসগুলোতে কাজ করা হয় অর্ধেক দিন।  সিনেমা হলগুলোতেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং দেখানো হয়।
ভারতের বিরোধী দলগুলোর নেতারা ধর্মকে রাজনীতিকরণের অভিযোগ তুলে এই অনুষ্ঠান বয়কট করেছেন।  মন্দির উদ্বোধনের অনুষ্টানকে তারা বিজেপির ২০২৪ সালের সাধারণ নির্বাচনের প্রচারনার সূচনা বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, ২২ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধন করেছেন। মন্দিরের স্থলে আগে বাবরি মসজিদ ছিল যেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ভেঙ্গে ফেলে।

Latest articles

Related articles