উত্তরপ্রদেশের বিজনর জেলার ধামপুর শহরে হলি উৎসবের আগে একটি পরিবারকে হেনস্থা করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, দুই মুসলিম নারী ও পুরুষকে একদল মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। তারা তাদের দিকে জোরপূর্বক রঙ ও পানি নিক্ষেপ করে।
পরবর্তীতে হিন্দু ধর্মীয় স্লোগান ‘হরহরমহাদেব’ এবং ‘জয়শ্রীরাম’ বলে তাদের হেনস্থা করা হয়।
বিজনর জেলা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।