মঙ্গলবার সন্ধ্যায় কেরালার ত্রিশুর জেলায় চলন্ত ট্রেন থেকে এক যাত্রী টিটিইকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম থেকে পাটনাগামী ট্রেনে।
নিহত ওই টিটিইর নাম বিনোদ। টিকেট নিয়ে তর্কাতর্কির জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উড়িষ্যার বাসিন্দা রজনীকান্ত। তাকে ইতিমধ্যেই আটক করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী।
নিহত ওই টিটিইর লাশ মুলানকুন্নাতুকাভুর কাছে রেল-ওভার-ব্রিজের নিচে পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিনোদ মাতাল অবস্থায় টিটিইকে ট্রেন থেকে ধাক্কা দেন। তিনি টিকেট ছাড়া ট্রেনে ভ্রমণ করছিলেন। টিটিই তাকে আসন খালি করতে বললেই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় টিটিইকে ধাক্কা দেন তিনি।