ভোট না মেটা পর্যন্ত আয়করসংক্রান্ত হয়রানি থেকে মুক্ত কংগ্রেস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

সুপ্রীম কোর্ট

ভোট না মেটা পর্যন্ত আয়করসংক্রান্ত দাবিতে কংগ্রেসকে হয়রান হতে হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রীম কোর্ট।

সোমবার আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভোট না মেটা পর্যন্ত কোন বকেয়া আদায় করা হবে না।  আদালত আয়কর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন ২৪ জুলাই।

এর আগে আয়কর বিভাগের কাছ থেকে একের পর এক নোটিশ পেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিল কংগ্রেস। তাদের অভিযোগ, আয়কর বিভাগ পুরোনো বকেয়াসহ মোট ৩ হাজার ৫৬৭ কোটি রুপি আদায়ে তাদের নোটিশ পাঠিয়েছে। বেশ কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করেছে।

রোববার দিল্লিতে রামলীলা ময়দানের জনসভায় এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন,  বিজেপির এই ব্যবস্থা ‘ট্যাক্স টেররিজম। বিজেপি এটা করছে, যাতে কংগ্রেস এই ভোটে অর্থ না পেয়ে বেসামাল হয়ে পড়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর