জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত

জম্মু–কাশ্মীরের কাথুয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা এক পুলিশ সদস্য ও এক বন্দুকধারী নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন সাব-ইন্সপেক্টর (এসআই) দীপক শর্মা।  আহত হন আরেক পুলিশ সদস্য।

কাথুয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দীপককে পাঞ্জাবের পাঠানকোটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার।

একটি অপরাধী চক্রকে তাড়া করছিল পুলিশ। এ সময় তারা গাড়ি নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গনে ঢুকে গেলে ‍পুলিশ তাদের ঘিরে ফেলে। শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলাগুলি।

নিহত পুলিশ সদস্য দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তিনি বলেন, ‘আমি দীপক শর্মার বীরত্ব ও অদম্য সাহসের প্রতি সম্মান জানাই। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের হৃদয়ে রয়ে যাবে। শহীদ দীপক শর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

Latest articles

Related articles