এবার করোনায় আক্রান্ত হলেন জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক আবেদ খান ও তার স্ত্রী সহ পরিবারের ছয় সদস্য।
শরীরে অসুস্থতা অনূভব করায় তিনি নমুনা পরীক্ষার জন্য দিলে শনিবার (২০ জুন) রিপোর্টে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি শনাক্ত হয়।
আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যম কে বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। আজ জানতে পারলাম রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি বলেন, আমি সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই বিগত তিন মাস বাসায় ছিলাম অথচ আমিসহ আমার স্ত্রী ও পরিবারের ছয়জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছি।
এখন সব নিয়ম-কানুন মেনেই বাসায় অবস্থান করছি।
উল্লেখ্য,আবেদ খান হলেন যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী।।