কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণের আর্জি রাজ্যপাল বোসের

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসি-কে অপসারণ করতে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-কে চিঠি লিখেছেন রাজ্যপাল ।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে অসাংবিধানিক কাজ করার জন্য পদ থেকে সরানোর কথা বলা হয় ওই চিঠিতে।

উল্লেখ্য, ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সাংবিধানিক রক্ষাকবচ থাকায় এ ধরনের অভিযোগ তদন্ত করা যায়নাবলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। তবে মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ছিল কলকাতা পুলিশ।

সে সময় মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ায় রাজভবনের কয়েক জনের আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ।

হাই কোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়।

Latest articles

Related articles