গোরক্ষকদের হাতে নির্যাতিত ড্রাইভার রমেশ

 

 

জম্মু কাশ্মীরঃ দিন দিন গোরক্ষকদের হাতে নির্যাতিত হয়েই চলেছে সাধারণ মানুষ। এদের তান্ডব যেন থামতেই চাইছে না। উত্তরভারতে গোরক্ষকদের হাতে হত্যা হয়েছে কয়েক ডজনেরও বেশি সাধারণ মানুষ, এবার গোরক্ষকদের হাতে আক্রান্ত হল জম্মু ও কাশ্মীরের কাথুয়ার রমেশ কুমার নামে এক ড্রাইভার।

 

রমেশ গাড়ির সামনে এসে পড়ে রাস্তায় থাকা একটা বাছুর, আর দুর্ঘটনায় মারা যায় সেই বাছুর। সেই ঘটনাকে কেন্দ্র করে একদল গোরক্ষক দুষ্কৃতীরা আক্রমণ করে রমেশকে। বেধড়ক মারধর করে তাকে। রমেশ এখন হাসপাতালে ম্রত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

এই প্রথম নয়, এর আগেও উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ উত্তরভারতের বিভিন্ন রাজ্যে এই স্বঘোষিত গোরক্ষকদের হাতে হত হয়েছে অনেক সাধারণ মানুষ।

 

এদের পিছনে রয়েছে বিভিন্ন হিন্দত্ববাদী সংগঠন। তাদের সমর্থন নিয়েই লাগাতার মুসলিম ও দলিতদের আক্রমণ করে যাচ্ছে তারা।

 

কাথুয়ার এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীত আন্দোলন শুরু করেছে রমেশের পরিবারের সদস্যরা।

Latest articles

Related articles